স্বপ্ন (ভিশন)
এমন একটি একীভূত সমাজ যেখানে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের অপ্রতিবন্ধী নাগরিকের মত সমান অধিকার ও মর্যাদা থাকবে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী তরুণরা একটি বাঁধাহীন, বৈষম্যমুক্ত পরিবেশে নিজেদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের সুযোগ পাবে, নিজস্ব ভাষা, সাংস্কৃতিক পরিমন্ডলে স্বাধীন, স্বনির্ভর ও মর্যাাদাপূর্ণ জীবন যাপন করবে।
লক্ষ্য (মিশন)
শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করে বাংলা ইশারা ভাষার বিকাশ, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষা সহায়ক উপকরণ, দরিদ্র শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বৃত্তিমূলক ব্যবস্থা, কারিগরি শিক্ষা, আবাসন, কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন, বিভিন্ন ধরণের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সুদমুক্ত ঋণ, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের মাধ্যমে স্বাধীন স্বনির্ভর জীবন যাপন। নির্যাতিত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জন্য আইনগত সহয়তা। সহায়ক উপকরণ ও সেবাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদায় অ্যাডভোকেসি, সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান।